Monday, September 15, 2025

পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস পেলেন তারেক রহমান

আরও পড়ুন

পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বুধবার

(১১ ডিসেম্বর) পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় দেন।

মামলার সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর দণ্ড বিধি ১২৩ (ক) ধারায় তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ, নিন্দাবাদ ও উসকানিমূলক বক্তব্য রাখার অভিযোগে পিরোজপুর সদর থানায় মামলাটি করেন। আজ অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে আসামির বিরুদ্ধে অভিযোগের কোনো উপাদান না থাকায় বিচারক তাকে অব্যাহতি এবং মামলা খারিজ করে দেন।

আরও পড়ুনঃ  ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মামনুন আহসান।

জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, আওয়ামী লীগ দেশ নেতা তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছিল। দেশে ছাত্র-জনতার বিপ্লবের পর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বিধায় আজ দেশনায়ক তারেক রহমান পিরোজপুরে দায়েরকৃত মিথ্যা মামলায় সম্পূর্ণ খালাশ পেলেন ও মামলাটি খারিজ হলো।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ