Tuesday, April 8, 2025

সাধারণ যাত্রীদের সঙ্গে ট্রেনে চড়ে চট্টগ্রাম গেলেন অর্থ প্রতিমন্ত্রী

আরও পড়ুন

সাধারণ যাত্রীদের সঙ্গে ট্রেনে চড়ে চট্টগ্রাম গেলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। বৃহস্পতিবার (৭ মার্চ ) সকালে সোনার বাংলা এক্সপ্রেসে চড়েন তিনি।

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে চড়ে যাত্রীদের সঙ্গে চট্টগ্রাম এসেছেন দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রাম গেলেন ট্রেনে চড়ে।

জানা যায়, ট্রেন ভ্রমণের ফাঁকে অফিসের গুরুত্বপূর্ণ কাজও সারেন ওয়াসিকা আয়শা খান। এর মধ্যে প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ যাত্রীরা। প্রতিমন্ত্রীও যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলার আবদার মেটান। তিন দিনের সরকারি সফরে চট্টগ্রাম এসেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

আরও পড়ুনঃ  পরিবারের কাছে ফিরলেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার

তার আগমন উপলক্ষে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনার আয়োজন করা হয়।

ওয়াসিকা আয়শা খান ২০১৪ সালে দশম, ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ নম্বর সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। ওনার বাবা আতাউর রহমান খান কায়সার ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং আমৃত্যু আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ