Thursday, July 31, 2025

গভীর রাতে যুবলীগ নেতার বাড়িতে আ..গুন, দ..গ্ধ হয়ে প্রাণ গেল মা ও চাচীর

আরও পড়ুন

আত্মগোপনে থাকা মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনায় দগ্ধ হয়ে ঘরে থাকা তার মা শেখ মেহেরুন্নেসা (৬৫) ও চাচী ফুলেছা বেগম (৬০) মারা গেছেন। শেখ রুমেল সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

রুমেল আহমদের মামা মকছুছ মিয়া বলেন, বাড়িতে রুমেলের মা ও চাচী থাকতেন। সিকিউরিটি গার্ড থাকতেন আলাদা রুমে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে বাড়িতে আগুন জ্বলতে দেখেন সিকিউরিটি গার্ড। পরে আশপাশের লোকজন ও মসজিদের মাইকে বিষয়টি জানানো হয়। খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বাড়ির পাশে পাঁচ লিটারের একটি বোতলে কিছু পেট্রল পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা

এদিকে আত্মগোপনে থাকা জেলা যুবলীগের সহ-সভাপতি রুমেল আহমদ ফেসবুকে লিখেছেন, আমার বাড়িতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় আমার আম্মা শেখ মেহেরুন্নেছা ও আমার চাচী ইন্তেকাল করেছেন। প্রিয় মোস্তফাপুর ইউনিয়ন ও মৌলভীবাজারবাসী, আমি এর বিচার সর্বোচ্চ কিছুর মালিক আল্লাহর কাছে দিলাম।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা যিশু তালুকদার বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় বাড়ির একটি কক্ষের দরজা ভেঙে ভেতরে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ঘটনা তদন্তে সিলেট থেকে বিশেষ টিম এসেছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। একইসঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসও আগুন লাগার কারণ অনুসন্ধান করছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ