Saturday, March 29, 2025

নরসিংদীতে আ. লীগ-যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ২ জনকে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতার সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।

নিহতরা হলেন, চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার মানিক মিয়া (৫৫) ও সাবেক নারী ইউপি মেম্বার কল্পনা বেগম (৩২)। তারা দু’জন ভাই-বোন বলে জানা গেছে। এছাড়া তারা উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের অনুসারী।

আরও পড়ুনঃ  মাত্র ৮ মাসেই কোরআনের হাফেজ ১২ বছর বয়সী সোহেল

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত (পারিবারিক) দ্বন্দ্ব চলছিল উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-অর-রশিদের মধ্যে। একপক্ষ আরেকপক্ষকে পেলেই হামলা চালাতো।

পূর্ববিরোধের জেরে সকালে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় যুবলীগ নেতা রুবেলের চাচা মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়।

সেখানেই হারুনের সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে। নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। একই ইউনিয়নের ভিন্ন আরেক জায়গায় কল্পনা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে কী বললেন অভি*নেতা মিঠুন

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল জব্বার বলেন, দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ এখনও পৌঁছাতে পারেনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ