Tuesday, December 24, 2024

ঢাবি শাখা ছাত্রদলের ২৪২ জনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল গত মার্চে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ছাত্রদল।

সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এ কমিটি অনুমোদন করেছেন।

আরও পড়ুনঃ  বৈষম্যবিরোধীদের সমালোচনা করে যে হুঁশিয়ারি দিল ছাত্রদলসহ ২৮ ছাত্রসংগঠন

গত ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে সভাপতি হন গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক হন নাহিদুজ্জামান শিপন।

এর প্রায় সাড়ে ৮ মাস পর ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ১৪ জনকে সহ-সভাপতি, ৪৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক এবং ৩৯ জনকে সহ-সাংগঠনিক পদে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ