Monday, December 23, 2024

ঢাবিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, এবার উদ্দেশ্য বিজয়নগর

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। তারা জাতীয় পার্টিকে উৎখাতের লক্ষ্যে বিজয়নগরের দিকে যাবেন বলে জানা যায়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৭টায় নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ কথা জানান। পরে রাত ৮টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে এক-দুজন করে জড়ো হতে শুরু করেন।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজু ভাস্কর্য থেকে ৭.৩০ এ মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।

আরও পড়ুনঃ  ছেলে কি জীবিত, জানতে চান আসিফের বাবা-মা

তবে কিছুক্ষণ পরেই পোস্ট এডিট করে সময় দুই ঘণ্টা পিছিয়ে সাড়ে ৯টা বলেন হাসনাত।

এর আগে ৭টার দিকে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’’

এদিকে সন্ধ্যার পরে রাজধানীর বিজয়নগরে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ