Friday, August 1, 2025

ফেনীতে ছাত্র-জনতার ওপর গুলি চালান ৩৩ অস্ত্রধারী

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীতে আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর ৩৩ জন ব্যক্তি গুলি চালিয়েছেন। তাদের সবাই ফেনীর ‘গডফাদার’ হিসেবে পরিচিত নিজাম হাজারীর অনুসারী বলে জানা গেছে। তবে অস্ত্রধারীদের অধিকাংশের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগের নেতাকর্মীরা একে-৪৭-এর মতো দেখতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ছেন। সেদিন মহিপালে চার শিক্ষার্থীসহ ৯ জন নিহত হন।

আরও পড়ুনঃ  গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব

৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গুলি করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু এবং ফেনী সদরের কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রউফের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্য অস্ত্রধারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মহিপাল এলাকা থেকে ধারণ করা কয়েকটি ভিডিও বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, ৪ আগস্ট মহিপালে অন্তত ৩৩ জনের হাতে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ছিল।

আরও পড়ুনঃ  ‘সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না’

৩৩ জন অস্ত্রধারীকে চিহ্নিত করা গেলেও গ্রেপ্তার হয়েছেন কেবল ওসমান গণি ওরফে লিটন নামে একজন। তিনি ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন লিটন।

অস্ত্রধারীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, অস্ত্রধারীদের বিরুদ্ধে গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ