জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কে হিন্দু কে মুসলমান সেটি বড় কথা নয়। মানুষ ও মানবতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা মানবতাকে ধারণ করব।
আজ শনিবার সকালে চুয়াডাঙ্গার হোটেল সাহেদ প্যালেসে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
দেশবাসীর উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘আসুন আমরা একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্যের প্রতীক।’
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে শফিকুর রহমান বলেন, ‘ছাত্র-জনতা ও আমাদের দাবিতেই আপনারা ক্ষমতায়। যারা দায়িত্বে আছেন তাঁরা ভুল করলে আমরা তা ধরিয়ে দেব। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আবেগবশত এখন দু-একটি জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়।’
প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে আলাদাভাবে কিছু বলব না জানিয়ে জামায়াতের আমীর বলেন, ‘ভারত ছাড়াও আরও অনেক প্রতিবেশী দেশ আছে আমাদের। আমাদের প্রত্যাশা, আমরা মিলে মিশে পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এই দায়িত্বশীল সমাবেশের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর মো. রুহুল আমিন। আলোচনায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমানসহ কুষ্টিয়া ও মেহেরপুর জেলার জামায়াত নেতৃবৃন্দ।