Friday, August 1, 2025

এক ঘণ্টায়ই ভারতকে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ

আরও পড়ুন

৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। উইকেটে দুই সেট ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন। যারা আগের দিন সপ্তম উইকেটের জুটিতে ১৯৫ রান এনে দিয়েছিল স্বাগতিক ভারতকে। আজ দিনের শুরুতেই জাদেজাকে ফিরিয়ে এ জুটি ভাঙেন তাসকিন।

কেবল জাদেজাকে ফিরিয়েই শান্ত হননি বাংলাদেশি পেসার, তুলে নিয়েছেন আরও দুটি উইকেট। এর সঙ্গে হাসান মাহমুদের এক শিকারে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত।

চেন্নাইতে আজ দিনের তৃতীয় ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশি পেসারের দারুণ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরত যান রবীন্দ্র জাদেজা। আগের দিন ৮৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান। জাদেজাকে আজ নতুন কোনো রান যোগ করতে দেয়নি বাংলাদেশ।

আরও পড়ুনঃ  আজ থেকে রাজপথে থাকবেন আ.লীগ নেতাকর্মীরা

তাসকিনের পরের ওভারে আবারও উইকেটের সুযোগ তৈরি হয়েছিল। বাংলাদেশি পেসারের শর্ট ডেলিভারিতে পুল করার চেষ্টা করলে আকাশদীপের ব্যাটের ওপরের অংশে লেগে ক্যাচ উঠেছল মিড উইকেট অঞ্চলে। কিন্তু সেটি হাতে রাখতে পারেননি সাকিব আল হাসান। তখন ৮ রানে ব্যাটিং করছিলেন আকাশ।

এ ক্যাচ হাতছাড়া হলেও বেশি সমস্যা হয়নি বাংলাদেশের। তাসকিনের হাতেই ধরা পড়েছেন আকাশ। ইনিংসের ৮৯তম ওভারে তাসকিনকে উড়িয়ে মারতে গিয়ে শান্তর হাতে ধরা পড়েছেন ১৭ রান করা আকাশদীপ।

আরও পড়ুনঃ  অবশেষে জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’

৯১তম ওভারে আবারও বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছেন তাসকিন। দারুণ এক স্লোয়ার ডেলিভারিতে অশ্বিনকে ফাঁদে ফেলেন বাংলাদেশি পেসার। তাসকিনের স্লোয়ারে ঠিকঠাক টাইমিং করতে পারেননি অশ্বিন। মিড অফ থেকে কিছুটা দৌড়ে সহজে ক্যাচটি নিয়েছেন শান্ত। এতে থেমে যায় অশ্বিনের ২ ছক্কা ও ১১ চারে ১৩৩ রানের ইনিংস। ভারতের স্কোরবোর্ডে তখন ৯ উইকেটে ৩৭৪ রান।

এ স্কোরবোর্ড আর লম্বা করতে দেননি হাসান মাহমুদ। ২ রানের ব্যবধানে শেষ ব্যাটসম্যান যশপ্রীত বুমরাকে ক্যাচে পরিণত করেন আগের দিন ৪ উইকেট নেওয়া বাংলাদেশি পেসার। টেস্টে এ নিয়ে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন হাসান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ