Friday, August 1, 2025

দেড় লাখ টাকায় বিল্পবের ভারতে পালানোর গুঞ্জন, অডিও ফাঁস

আরও পড়ুন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশে আত্মগোপনে ছিলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তবে হঠাৎ করে লালমনিনহাটের পাটগ্রাম উপজেলার চোরাকারবারিদের সহায়তায় তিনি দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে।

ছড়িয়ে পড়া কল রেকর্ডে শোনা যায়, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয়। ব্র্যাক ব্যাংকের পঙ্কজ ও দহগ্রামের আকছেদুল, মমিন, লম্বা শাহীন, ফারুক, রাজিব, শামীম ও মকছেদুলের সহায়তায় বিপ্লবকে পার করা হয়।

আরও পড়ুনঃ  টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

জলঢাকা মীরগঞ্জের মিঠু, নিশাদ, রুবেল বিপ্লবকে পাটগ্রামে আনতে সহায়তা করে। সীমান্ত পার করার সময় দেড় লাখ টাকা নেওয়া হয়।

এ ঘটনায় সন্দেহভাজন ব্র্যাক ব্যাংকের পাটগ্রাম শাখার ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদন নামে এক ব্যক্তিকে পাটগ্রাম শহর থেকে গত সোমবার ( ৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করেন স্থানীয়রা।

এ-বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় অভিযুক্ত পঞ্জককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়ায় মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি বিজিবি ৫১ রংপুর ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারাও খতিয়ে দেখছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ