Tuesday, September 16, 2025

উপদেষ্টা নাহিদকে নিয়ে স্ট্যাটাস, নায়লা বললেন ‘মজা করে লিখেছি’

আরও পড়ুন

তথ্য-সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের বাসা ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রীতে। এর ঠিক কাছাকাছি বসবাস করেন মডেল-অভিনেত্রী নায়লা নাঈম।

সমন্বয়কের বাড়তি নিরাপত্তার কারণে ‘মধুর’ বিপাকে পড়েছেন তিনি! যা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন আইটেম গার্ল’খ্যাত এই অভিনেত্রী।

ফেসবুকে নায়লা নাঈম লিখেছেন, ‘আমি আছি আর এক প্যারায়। সমন্বয়ক নাহিদ ইসলাম আর আমাদের বাসা কাছাকাছি। উনার অতিরিক্ত সেফটি মেইনটেইন করার জন্য বাসায় যাইতেও জ্যাম, বাহির হইতেও জ্যাম। জ্যাম খাই ২ বেলা।’

আরও পড়ুনঃ  ছাত্রদের ত্রাণসামগ্রী ছিনিয়ে নিলেন বিএনপি নেতা, উদ্ধার করল সেনাবাহিনী

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে নায়লা নাঈম বলেন, ‘এটা মজা করে লিখেছি, এর বেশি কিছু না। মূলত আমার বাড়ির সামনের রাস্তা খানা-খন্দে ভরা। রাস্তার অবস্থা বেহাল। একটুতেই সেখানে পানি জমে যায় আর যানজট সৃষ্টি হয়। এ জন্যই প্যারার মধ্যে আছি কথাটি লিখেছি।’

তিনি আরও বলেন, ‘একজন উপদেষ্টাকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে—এটাই স্বাভাবিক। এ নিয়ে আমার বা আমাদের আশপাশের কারও কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো ওই একটাই—জ্যাম। রাস্তাটা ঠিক হলে এর সমাধান হবে।’

আরও পড়ুনঃ  সাপের চেয়েও বেশি ‘বিপজ্জনক’ যে ২টি প্রাণী মানুষের ঘরেই

এই মডেল আপাতত পরিবার নিয়ে ব্যস্ত আছেন। কিছুদিন আগে বাবা স্ট্রোক করেছে। পরিবারকে সময় দিচ্ছেন। এ ছাড়াও তাঁর আরও একটি পেশা আছে—ডেন্টিস্ট। চেম্বারেও সময় দেন তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ