Thursday, April 17, 2025

মরিচ গুঁড়ার পানি হাতে আন্দোলনে ছাত্রীরা

আরও পড়ুন

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে আত্মরক্ষার্থে হাতে মরিচ গুঁড়ার পানি নিয়ে অংশ নিয়েছেন কয়েকজন ছাত্রী।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থানরত কিছু ছাত্রীর হাতে মরিচ গুড়ার পানি দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা জানান, সোমবার আমাদের ওপর নির্যাতন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সে কারণে আজ তারা মরিচ গুঁড়া নিয়ে এসেছেন যেন কেউ আশপাশে আসতে না পারে।

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে মঙ্গলবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আরও পড়ুনঃ  নেচে-গেয়ে উল্লাস করতে করতে যুবককে পিটিয়ে হত্যা

অপরদিকে মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে একই দিন বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থী-পথচারীসহ ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দু্ইজন ও রংপুরে একজন নিহত হয়েছেন।

উল্লেখ্য, চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’।

আরও পড়ুনঃ  সিরিয়ার নিপীড়িত জনগণকে অভিনন্দন জানিয়ে যা বললেন কাবার ইমাম

প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা বা নাতিপুতি’ বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে। এবার সেই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ