Tuesday, December 24, 2024

থানা হাজত থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরও পড়ুন

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার হাজত থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) সকালে চান্দগাঁও থানা হাজতের ভেন্টিলেটরের সঙ্গে ‘গলায় ফাঁস দেওয়া’ অবস্থায় ২৬ বছর বয়সী মো. জুয়েলের মরদেহ পাওয়া যায় বলে জানান, ওসি জাহিদুল কবীর।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাইসহ অন্তত সাতটি মামলা আছে। তার বাসা চান্দগাঁও খেজুরতলা এলাকায়।

আরও পড়ুনঃ  ক্যানসারে স্ত্রীর মৃত্যু, হাসপাতালেই নিজেকে শেষ করলেন পুলিশ কর্মকর্তা স্বামী

ওসি জানান, হাজতে থাকা জুয়েল সকাল সাড়ে ৬টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সিসিটিভি ভিডিওতে সেটি দেখা গেছে। পরনের শার্ট ভ্যান্টিলেটরের সঙ্গে লাগিয়ে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ