Tuesday, December 24, 2024

অফিসে ল্যাপটপে কাজ করতে করতেই নিভে গেল তরতাজা প্রাণ

আরও পড়ুন

প্রতিদিনের মতো অফিসে বসে কাজ করছিলেন নিজের ল্যাপটপে। কিন্তু কাজ করতে করতেই হঠাৎ শারীরিক অস্বস্তি। বুকের কাছে যেন ব্যথা হতে শুরু করল। এর পর মাথা পেছনে হেলিয়ে দিলেন তিনি। ছাদের দিকে চোখ। কিন্তু সেই দৃষ্টি খুব স্বাভাবিক নয়। অন্তত সিসিটিভি ক্যামেরার ফুটেজ তাই জানান দিচ্ছিল। এর পরেই সতর্ক হন পাশের কর্মীরা। পাশে বসে থাকা কর্মীরা তার বুকে হাত বুলিয়ে দেন। জায়গা ফাঁকা করে শুইয়ে তার চোখেমুখে পানি দিলেন। এর পর সিপিআর অর্থাৎ কার্ডিয়োপালমোনারি রিসাসিটেশন দেওয়ার চেষ্টা হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে।

আরও পড়ুনঃ  এক পর্যায়ে ফোনে গান গাওয়া শুরু করেন শেখ হাসিনা

ভারতের উত্তরপ্রদেশে মাহোবায় এই ঘটনা ঘটেছে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় নেটদুনিয়ায়। সেখানে দেখা যায়, ৩০ বছরের রাজেশ কুমার শিন্ডেকে। এইচডিএফসি ব্যাংকের মাহোবা শাখায় এগ্রি-জেনারেল ম্যানেজার ছিলেন রাজেশ। গত ১৯ জুন আর পাঁচটা দিনের মতোই অফিসে গিয়েছিলেন রাজেশ। কিন্তু কয়েক মিনিটের একটি মর্মান্তিক ঘটনা তাকে আর ফিরতে দেয়নি। অফিস ল্যাপটপে সবার মাঝে বসে কাজ করতে করতেই তার হার্ট অ্যাটাক হয় এবং সেটি মাইল্ড ছিল না, ছিল সিভিয়ার হার্ট অ্যাটাক। যার ফলে চেষ্টাকরেও আর বাঁচানো সম্ভব হয়নি তাকে।

আরও পড়ুনঃ  শিক্ষাপ্রতিষ্ঠানে ২ দিন সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত কবে, জানালেন শিক্ষামন্ত্রী

হার্ট অ্যাটাক হয়েছিল বুঝতে পেরেছিলেন সহকর্মীরা। তাই দ্রুত সিপিআর অর্থাৎ কার্ডিয়োপালমোনারি রিসাসিটেশন দিতে শুরু করেন। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বর্তমানে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা অনেকটাই বেড়ে গেছে। দেখা যাচ্ছে, এর পেছনে বর্তমান জীবনযাপনের বেশ কিছু দিক দায়ী। অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ার পাশাপাশি শরীরচর্চা না করা ও অনিয়মিত জীবনযাপনের কারণেই বাড়ছে এমন মর্মান্তিক ঘটনা।

গত ফেব্রুয়ারিতে দিল্লির চিড়িয়াখানায় এভাবেই এক তরুণীর মৃত্যু ঘটে। ২৫ বছরের ওই তরুণী দিল্লির গাজিয়াবাদের বাসিন্দা ছিলেন। ফেব্রুয়ারি মাস নাগাদ তিনি চিড়িয়াখানায় যান। কিন্তু সেখানেই তার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ