Monday, December 23, 2024

একই পরিবারের তিন শিশু নিখোঁজ, ফিরে পেতে বাবা-মায়ের আকুতি

আরও পড়ুন

চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজারের জালাল কলোনি থেকে ৯ দিন ধরে একই পরিবারের তিন শিশু নিখোঁজ রয়েছেন। সন্তানদের হারিয়ে রিকশাচালক বাবা ও গৃহিণী মায়ের দুশ্চিন্তার শেষ নেই। সন্তানদের ছবি হাতে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিও শুকিয়ে গেছে। সন্তানদের ফিরে পেতে দেশবাসীর কাছে আকুতিও জানিয়েছেন।

বুধবার (১৯ জুন) বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ সন্তানদের বাবা সফিক।

জানা গেছে, গত ১৩ জুন নগরীর কালামিয়া বাজারের জালাল কলোনির ভাড়া বাড়ি থেকে বের হয় তিন সন্তান। পরে আর ফিরে আসেনি ছেলে মো. ইয়াসিন (১১), বরকত আলী (৪) ও মেয়ে ফারজানা (৮)। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। এর আগে কয়েকবার হারিয়ে গেলেও তারা ফিরে আসছিল।

আরও পড়ুনঃ  হঠাৎ যে কারণে আলোচনায় ‘রিসেট বাটন’ প্রসঙ্গ

নিখোঁজ শিশুর বাবা মো. সফিক বলেন, আমরা সন্তানদের শহরের সব জায়গায় খুঁজছি। ৯ দিন ধরে কোথাও পেলাম না। পরে থানায় সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন গণমাধ্যমকে বলেন, তিন শিশু হারিয়ে যাওয়ার পর আমরাও খুঁজছি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ