Thursday, April 17, 2025

হাসপাতালে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

আরও পড়ুন

পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মোফাজ্জল হোসেন মোফাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ওসি হাফিজুর রহমান।

গ্রেপ্তার মোফাজ্জল ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের আজাহার আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাত ৩টার দিকে মোফাজ্জল হোসেন নামের ওই যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২নং মহিলা ওয়ার্ডে প্রবেশ করেন। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকার শুনে বেডে থাকা তার মা এবং অন্যান্য রোগীর স্বজনরা ওই ব্যক্তিকে আটক করেন।

আরও পড়ুনঃ  ‘আমরা মরিনি, আমরা আছি’—সাবেক তথ্য প্রতিমন্ত্রী

কর্তব্যরত চিকিৎসক ডা. বিজুক খাতুন হাসপাতালের ইউএইচএ ডা. মনজুর রহমানকে বলেন, ‘ইউএইচএ সোমবার সকালে ফরিদপুর থানায় বিষয়টি লিখিতভাবে জানান। পরে পুলিশ এসে মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।’

ওসি হাফিজুর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ