Monday, September 15, 2025

সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আরও পড়ুন

দেশের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়ে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’। তবে, সন্ধ্যার মধ্যে সারাদেশের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশের ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে পূর্ব অথবা দক্ষিন-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ  মাওলানা লুৎফরের সঙ্গে শেষ দেখার স্মৃতিচারণ করলেন আজহারী

এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় ‘রেমাল’ নিয়ে সকাল পৌনে ১১টায় বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবাহওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।

এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ