Tuesday, December 24, 2024

সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ জনকে অপহরণ

আরও পড়ুন

এবার কক্সবাজারের টেকনাফ থেকে উখিয়ায় বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশা থামিয়ে পল্লী চিকিৎসকসহ দুই জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। রোববার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর ঢালায় এ ঘটনা ঘটে।

এদিকে অপহৃত দুই জনের একজন হলেন উখিয়ার থাইংখালী এলাকার জাকের হোসেনের পুত্র জহির উদ্দিন (৫২)। তবে অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

অপহরণের শিকার জহির উদ্দিনের ছোট ভাই সাংবাদিক কমরুদ্দিন মুকুল জানান, তার ভাই প্রতিদিনের মতো চেম্বার শেষ করে একটি জরুরি কাজে বাড়ি ফিরছিলেন। তার সাথে একজন যাত্রীও ছিলো।

আরও পড়ুনঃ  আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পথিমধ্যে শামলাপুর ঢালায় আসলে ডাকাতদল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে সিএনজি ড্রাইভার বিষয়টি পরিবারকে জানায়। এরপর থেকে তাদের আর কোনো খবরাখবর পাওয়া যায়নি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, জহির উদ্দিনের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এরপর থেকে ভিকটিমদের উদ্ধারে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ