Saturday, April 12, 2025

গাজীপুরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

আরও পড়ুন

স্টাফ করেসপন্ডেন্ট গাজীপুর:

গাজীপুরে কালিয়াকৈরে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় এক দম্পত্তি নিহত হয়েছেন। রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের আসিফ মাহমুদ (২৬) ও তার স্ত্রী তানজিম বকশী (২১)। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত আসিফ ও তানজিম তাদের স্বজনের গায়ে হলুদের অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকায় গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী বাস তাদেরকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  নরসিংদীতে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু

ওসি শাহাদাত হোসেন বলেন, স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসটি জব্দ করা গেছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ