Friday, August 1, 2025

গাজীপুরে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

আরও পড়ুন

গাজীপুর কোনাবাড়িতে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কার জেরে মাসুদ রানা নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় কোনাবাড়ি থানার আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা ঝিনাইদহের মহেশপুর থানার আলামপুর এলাকার বাসিন্দা।

কোনাবাড়ি থানার ওসি একেএম আশরাফ উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  খরচ বাড়ায় মসজিদে ইফতার করেন মেসে থাকা শিক্ষার্থীরা

স্থানীয়রা জানান, আমবাগ এলাকায় জাকির হোসেন রজবের বাড়িতে ভাড়া থাকতেন মাসুদ। সেখানে থেকে অটোরিকশা চালাতেন। শনিবার অটোরিকশা নিয়ে বের হয়ে আমবাগ নছের মার্কেট এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহী ও তার মধ্যে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  মহাসড়কে গাড়ি ও যাত্রীর চাপ, থেমে থেমে চলছে যানবাহন

এদিকে অটোরিকশাচালক হত্যার ঘটনায় কোনাবাড়ি এলাকায় বিক্ষোভ করেন অটোরিকশাচালকরা। এ সময় তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ