ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী জানিয়েছেন, রাজধানীর আশুলিয়ায় বাড়তি ভাড়া নিয়ে বিতণ্ডার জের ধরে যাত্রীদের মারধরে চালক ও কন্ডাক্টর মারা যাননি। আরেক বাসের চাপায় তাদের মৃত্যু হয়েছে। নিজেকে বাঁচাতে এই গল্প সাজিয়েছেন সেই বাসের হেলপার।
মঙ্গলবার (৯ এপ্রিল) গণমাধ্যমকে তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ এবং হেলপারকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে এসেছে। দুর্ঘটনার সময় চালকের আসনে ছিলেন হেলপারই।
গত সোমবার (৮ এপ্রিল) আশুলিয়ার ডিইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রামুখী মহাসড়কের লেনে ইতিহাস পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। সেসময় একটি দূরপাল্লার বাস পাশ দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর যাত্রীরা নামতে শুরু করেন। পরে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে ইতিহাস পরিবহনের বাসের চালক সোহেল রানা ও কন্ডাক্টর হৃদয় মারা যান।
এরপর তাদের সঙ্গে থাকা বাসের হেলপার আব্দুর রহমানের দাবি করেন, বাড়তি ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে যাত্রীরা সোহেল ও হৃদয়কে মারধর করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে তাদের মৃত্যু হয়। এসময় প্রাণের ভয়ে পালিয়ে যান তিনি।