Wednesday, April 16, 2025

পুলিশের অভিযানে ভেন্টিলেটর দিয়ে পালানোর চেষ্টা করে হৃদয়, অতঃপর…

আরও পড়ুন

দিনাজপুরে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশের অভিযানের সময় বাড়ির ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যাওয়ার সময় মাহফুজুল আলম হৃদয় (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৮ এপ্রিল) দুপুরে দিনাজপুর কোতায়ালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন। এর আগে একই মামলায় জয় চন্দ্র নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৬ এপ্রিল আল-আমিন নামের এক অটোরিকশা চালককে অপহরণ করে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই রাতেই ভিকটিমের পরিবার ৪০ হাজার টাকা নগদ একাউন্টের মাধ্যমে প্রদান করে। বাকি ৬০ হাজার টাকা দাবি করে ভিকটিমকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। এ ঘটনায় ভিকটিমের পরিবার পুলিশের কাছে অভিযোগ করে।

আরও পড়ুনঃ  নওগাঁয় মদ পানে ৩ কলেজছাত্রের মৃত্যু

অভিযোগ পাওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশ। প্রথমে সদর উপজেলার শেখহাটি গ্রামের জয় চন্দ্র রায় (২০)কে আটক করে। পরে তার দেয়া তথ্যে আল-আমিনকে উদ্ধার করা হয়। পরে অপহরণকারী শেখহাটি এলাকার হৃদয়কে আটক করতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেন্টিলেটর দিয়ে পালানোর চেষ্টা করে হৃদয়। এ সময় বাড়ির বাইরে থাকা এক পুলিশ সদস্য তাকে ধরে ফেলে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ