Friday, August 1, 2025

সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে লাগবে অভিভাবকদের অনুমতি

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম নিয়ে গত কিছুদিন ধরেই নানা পদক্ষেপ নেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি বাইডেন সরকার সেখানে টিকটক বন্ধ করার ঘোষণা দিয়েছে। বিষয়টি নিয়ে এখনও চলছে বিতর্ক। এরই মধ্যে ফ্লোরিডার গভর্নর জানিয়েছেন, নাবালকেরা যাতে সামাজিক মাধ্যম ব্যবহার করতে না পারে তা নিয়ে একটি আইনে সই করেছেন তিনি।

ডয়েচ ভেলে জানিয়েছে, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস এই বিলে সই করেছেন। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই আইনটি কার্যকর হবে। এর ফলে ১৩ বছর না হলে সামাজিক মাধ্যমগুলোতে অ্যাকাউন্ট খোলা যাবে না।

আরও পড়ুনঃ  পাকি*স্তানে উদ*যাপিত হলো মহান বিজয় দি*বস

আইনে বলা হয়েছে, ১৩ বছর বয়স পর্যন্ত সামাজিক মাধ্যম ব্যবহার করা যাবে না। ১৪ এবং ১৫ বছরের বালক-বালিকারা অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু তার জন্য বাবা-মায়ের অনুমতি নিতে হবে। ফ্লোরিডার স্থানীয় সরকার জানিয়েছে, সামাজিক মাধ্যমের যুগে এই আইন বাবা-মাকে বাচ্চা বড় করতে সাহায্য করবে।

অনেকদিন ধরেই ফ্লোরিডায় এই বিলটি নিয়ে বিতর্ক জন্ম দিয়েছিল। রাজ্যের স্পিকার পল রেনার এর আগে বলেছিলেন, ১৬ বছরের নিচে কোনো নাবালক সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না। রেনার বলেছেন, সামাজিক মাধ্যম ভরে আছে পেডোফিল এবং পাচারকারীতে। তারা সামাজিক মাধ্যমকে ব্যবহার করে নাবালকদের উত্তেজিত করে এবং অন্ধকার জগতের দিকে টেনে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ট্রাম্পের পারিবারিক ছবিতে ইলন মাস্ক, নেই মেলানিয়া

এই বিলটি নিয়ে বিতর্কের সময় দুইটি বিষয় সামনে এসেছিল। একদিকে শিশু-সুরক্ষা, অন্যদিকে বাকস্বাধীনতা। সামাজিক মাধ্যম ব্যবহারের অধিকার এভাবে ছিনিয়ে নেওয়া যায় কি না, তা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বলা হয়েছে, শিশুর মানসিক স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাকেই সবার আগে গুরুত্ব দিতে হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ