Friday, August 1, 2025

মেসের কক্ষে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ

আরও পড়ুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে পাবনা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শারভিন সুলতানা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী। তিনি মেহেরপুরের সালদা থানার আজিজুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে মাত্র ঘটনাস্থলে এসেছি। ওড়না কেটে মরদেহ নামানো হয়েছে। এখনো বিস্তারিত কিছু পায়নি। পরে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুনঃ  সাংবাদিকদের জন্য খুব বিপজ্জনক ৯ দেশের তালিকায় ফিলিস্তিন-পাকিস্তান-বাংলাদেশ

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ গেছে। আমিও রওনা দিয়েছি। পরে বিস্তারিত বলতে পারব।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ