Tuesday, December 24, 2024

চকবাজারে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন

আরও পড়ুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

শুক্রবার দিবাগত রাত (২৩ মার্চ) সাড়ে ৩টার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, ইসলামবাগের একটি কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পেয়ে রাত ৩টা ৩৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও ৭টি ইউনিট যোগ দেয়।

তবে স্থানীয়রা বলছেন, ভবনটিতে জুতার কারখানা ছিল। যে কারণে সেখানে দাহ্য পদার্থ ছিল। যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হবে।

আরও পড়ুনঃ  ৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে : হাছান মাহমুদ

এদিকে পুরান ঢাকা এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় পাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা মইয়ের মাধ্যমে খুব কাছে পৌঁছে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ