Monday, December 23, 2024

ভর্তুকি দিয়ে গরুর মাংস ও পণ্য বিক্রি করছেন ইউপি চেয়ারম্যান

আরও পড়ুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এবং এলাকাবাসী যাতে ন্যায্যমূল্যে সংগ্রহ করতে পারে সে জন্য ভর্তুকি মূল্যে কয়েকটি পণ্য বিক্রি শুরু করেছেন এক ইউপি চেয়ারম্যান। গত মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ পুরিন্দাতে ৬৫০ টাকা দরে গরুর গোশত বিক্রি করেছেন।

গ্রামবাসী ন্যায্যমূল্যে গোশত কিনতে পেরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই থেকে প্রতি দিন তিনি বিভিন্ন স্থানে ৪৭ টাকা কেজি দরে পেঁয়াজ, ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি করেছে চলেছেন ভোক্তাদের কাছে। তার এ কর্মকাণ্ডে ইউনিয়নের জনগণ সন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যকে পিটিয়ে হাত ভেঙে দিলো যুবদল নেতা

জানা যায়, দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার পর থেকে ইউনিয়নের সাধারণ মানুষ নিজেদের দুর্দশার কথা চেয়ারম্যানকে জানাতেন। তিনি নায্যমূল্যে পণ্য দেওয়ার উদ্যোগ নেন। বিক্রি করার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ঘোষণা দেন কত টাকায় তিনি কী পণ্য সরবরাহ করবেন।

সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ জানান, ‘ন্যায্যমূল্যে পণ্য নিন, অতি মুনাফালোভীদের সিন্ডিকেট ভেঙে দিন,’ এই স্লোগানে পুরো রমজান জুড়ে তিনি থাকবেন সাতগ্রামবাসীর পাশে। চেষ্টা করবেন পর্যায়ক্রমে সব গ্রামেই পণ্য পৌঁছে দিতে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ