Thursday, April 17, 2025

এরশাদের ছেলেকে জাপা থেকে অব্যাহতি দিলেন জি এম কাদের

আরও পড়ুন

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহি এরশাদ সাদকে দল থেকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। একইসঙ্গে জাপার আরও ১০ কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দেন তিনি। এসব নেতা রওশন এরশাদের নেতৃত্বাধীন জাপায় যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিকবিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, ধর্মবিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনকে দলীয় সব পদপদবি থেকে অব্যাহতি দিয়েছেন জি এম কাদের।

আরও পড়ুনঃ  জাতীয় পার্টির সম্মেলনের তারিখ ঘোষণা

তবে জাতীয় পার্টির একাংশের নেতৃত্ব দেওয়া রওশন এরশাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি জি এম কাদের।

এরশাদের জীবদ্দশা থেকেই রওশন ও জি এম কাদেরের বিরোধ চলে আসছে। গত ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তা চরমে পৌঁছায়। ভাতিজা সাদ এরশাদের রংপুর-৩ আসনে প্রার্থী হন জি এম কাদের। এতে ক্ষুব্ধ রওশন ভোট বর্জন করেন। এরপর অনুসারীদের নিয়ে গত ৯ মার্চ সম্মেলন করে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। রওশনের জাপায় যোগ দিয়ে অন্তত ২০ জন এরইমধ্যে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে পদ হারিয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ