Monday, December 23, 2024

সুপারি পাচার মামলায় আ.লীগ নেতা কারাগারে

আরও পড়ুন

অবৈধ পথে দেড় কোটি টাকার সুপারি পাচার মামলায় এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) পিরোজপুর চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিট্রেট মো. মাসুম আসামির জামিন আবদেন নাকচ করে কারাগারে পাঠান।

আটক শাহজাহান হাওলাদার (৬০) মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের চেয়ারম্যান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আদালত সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি নেছারাবাদ থানা পুলিশ সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলারে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সুপারি উদ্ধার করে। এ সময় ট্রলার থেকে পুলিশ তিনজনকে আটক করে এবং তাদের মধ্যে থাকা কয়েকজন পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  বিএনপি আইএসআই দ্বারা পরিচালিত: শাহরিয়ার কবির

পরে পুলিশ বাদী হয়ে সুপারি পাচারের অভিযোগে নেছারাবাদ থানায় আটক মো. হারুন মাঝি, নূর নবী মাঝি, অলি হাওলাদারসহ তুষখালি ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে আসামি করে মামলা দায়ের করে। এরপর থেকে চেয়ারম্যান শাহজাহান উচ্চ আদালতের আদেশে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য উপস্থিত হন। আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ