Wednesday, April 16, 2025

হাতিরপুলে আগুন লাগা ভবনের ছাদ থেকে উদ্ধার ৪

আরও পড়ুন

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। জীবন বাঁচাতে ওই ভবনের ছাদে আশ্রয় নেন চারজন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন। আগুন নিয়ন্ত্রণে এখনও ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৩ ইউনিট যোগ দেয়। ওই বহুতল ভবন পুরোটা কার্পেটের গোডাউন ছিল। ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। তবে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। ওই ভবনের ৪ তলায় বাড়িওয়ালা থাকেন।

আরও পড়ুনঃ  ঘুষের টাকা পকেটে নিয়ে এসআই মাহফুজুর বলেন ‘গুনে নেওয়া সুন্নত’

এদিকে একইদিন গুলশান-১-এ ‘মেজবান ডাইন’-এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলার খবর পায় তারা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ