Friday, April 11, 2025

পরিচয়পত্র দেখে বেছে বেছে হত্যা, রাস্তায় মৃতদেহের স্তূপ!

আরও পড়ুন

পরিচয়পত্র দেখে বেছে বেছে হত্যা, রাস্তায় মৃতদেহের স্তূপ!
সিরিয়ার সংঘাতে ‘প্রতিশোধমূলক-হত্যার’ শিকার হচ্ছে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার আনুগত আলাউত নামে এক সংখ্যালঘু শ্রেণি।

গত কয়েক দিন ধরেই সংখ্যালঘু সম্প্রদায়ের এই মানুষদের উপর লাগাতার হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে সিরিয়ায়। পশ্চিম এশিয়ার এই দেশটির উপকূলবর্তী অঞ্চলগুলিতে জ্বলছে প্রতিশোধের আগুন। ইতিমধ্যেই সেই আগুনের বলি হতে হয়েছে এক হাজারেরও বেশি মানুষকে।

রক্তক্ষয়ী সংঘাত মূলত চলছে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নিরাপত্তাকর্মীদের সঙ্গে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগামীদের।

আরও পড়ুনঃ  ‘আমি ঘুমাতে পারি না, সারাজীবনে এত কবর খুড়িনি’

গত ডিসেম্বরেই আসাদ সরকারকে উৎখাত করে রাজধানী দামেস্ক দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী।

পরিচয়পত্র খতিয়ে দেখে বেছে বেছে খুন করা হচ্ছে আলাউতদের। যে সব গ্রামে আলাউতদের বাস, সেখানে মরদেহ স্তূপাকার হয়ে পড়ে রয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

এমনকি স্থানীয়দের মরদেহ নিতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু কেন বেছে বেছে আলাউতদের উপর হামলা চালাচ্ছে সরকারের সামরিক বাহিনী?

সিরিয়ার মোট জনসংখ্যার মাত্র ১২ শতাংশ হলেন আলাউতরা। কিন্তু ধর্মীয় সংখ্যালঘু এই গোষ্ঠীটি আসাদের আমলে বেশ ক্ষমতাশালী হয়ে ওঠেছিল।

আরও পড়ুনঃ  ৬ মাসের অন্তঃসত্ত্বা, অনাগত সন্তানের মুখ দেখা হলো না রাসেলের

আসাদ নিজে এই গোষ্ঠীর সদস্য হওয়ায় তার আমলে প্রশাসন এবং সামরিক বিভাগের গুরুত্বপূর্ণ পদে ঠাঁই পেতেন আলাউতরা। কিন্তু আসাদ পরিবারের আমলে পাঁচ দশক ধরে চলা এই ‘পক্ষপাত’ সহ্য হয়নি ইসলামপ্রধান দেশটির সুন্নি জনগোষ্ঠীর।

কিন্তু আসাদের প্রভাবে পাল্টা কোনো পদক্ষেপও নিতে পারেননি তারা। আসাদ সরকারের পতনের পরে সিরিয়ায় ক্ষমতায় আসে গোঁড়া ইসলামিক রীতি মেনে চলা সুন্নি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)।

তার পরেই সরকারি বাহিনীর সঙ্গে হাত মেলায় অন্য গোঁড়া গোষ্ঠীগুলি। হামলা নেমে আসে তুলনামূলক উদার মনোভাবাপন্ন আলাউতদের উপর।

আরও পড়ুনঃ  আরেক 'মতিউর' এনবিআরের ফয়সাল

ক্ষমতাচ্যুত এবং দেশচ্যুত হওয়ার পর বন্ধুরাষ্ট্র রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আসাদ। সিরিয়ার একাধিক সংবাদমাধ্যমের দাবি, আলাউতদের অনেকেই সীমান্ত পেরিয়ে রাশিয়ায় পালিয়ে গিয়েছেন। দেশে নতুন গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছেন সিরিয়ার অনেকেই।

এই ঘটনার পরই উদ্বেগপ্রকাশ করে বিবৃতি দিয়েছে ফ্রান্স। গণহত্যার উপযুক্ত তদন্ত করার জন্য তারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের কাছে আর্জি জানিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ