Tuesday, September 16, 2025

সীমান্তে অতর্কিত হামলা, পাকিস্তানের ৪ সেনা নিহত

আরও পড়ুন

সীমান্তে সশস্ত্রগোষ্ঠী তালেবানের হামলায় পাকিস্তানের আধা-সামরিক বাহিনীর চার সেনা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও সাতজন। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে অতর্কিত হামলায় হতাহতের ঘটনা ঘটে। রোববার (৯ মার্চ) পুলিশের এক কর্মকর্তা এসব জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুররাম জেলায় তালেবানের হামলায় চার সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের এই প্রদেশের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। দুই দেশের সীমান্ত লাগোয়া ওই এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বেড়ে গেছে।

আরও পড়ুনঃ  পুতিনের বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যে নিজেকে শেষ করে দিলেন রুশ মন্ত্রী

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেছেন, রোববার সকালের দিকে ভারী অস্ত্রে সজ্জিত সশস্ত্র জঙ্গিরা নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছেন। তিনি বলেন, হামলায় আধা-সামরিক বাহিনীর অন্তত চার সেনা নিহত হয়েছেন।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সশস্ত্রগোষ্ঠীটির সহযোগী সংগঠনের সহিংসতা বেড়ে গেছে। পাকিস্তানে নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে ব্যাপক সক্রিয়। পাকিস্তানি তালেবান নামে পরিচিত টিটিপি দেশটির বিভিন্ন এলাকায় প্রায়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।

আরও পড়ুনঃ  বিজেপি জোট ৩০০ ছুঁই ছুঁই, আভাস পেরোল বিরোধীরা

কাবুলের ক্ষমতায় তালেবান আসার পর থেকে প্রতিবেশী দুই দেশের মাঝে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ ইসলামাবাদের। তবে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান এমন অভিযোগ অস্বীকার করেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ