Friday, April 11, 2025

বইমেলা থেকে রুবেলকে তুলে নিয়ে কেটে দেয়া হয় পায়ের রগ, আটক ১

আরও পড়ুন

নাটোরের বড়াইগ্রামে বইমেলা থেকে রুবেল মিয়া নামে এক প্রতিবন্ধী যুবককে তুলে নিয়ে পায়ের রগ কেটে ও ডান চোখ উপড়ে ফেলার ঘটনায় কিশোর গ্যাংয়ের নেতা মুন্নাকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। শনিবার (১ মার্চ) রাতে তাকে আটক করা হয়।

রুবেলের বাড়ি বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িযা গ্রামে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় তুচ্ছ ঘটনার জেরে মুন্নার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বইমেলা থেকে রুবেলকে তুলে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ডিবির হারুনের সর্বশেষ অবস্থান নিয়ে যা জানা যাচ্ছে

এরপর পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি খাদ্য গুদামে নিয়ে মারপিটের পর রুবেলের ডান পায়ের রগ কেটে এবং ডান চোখ উপড়ে ফেলে দেয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহবুবুর রহমান কিশোর বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ