Friday, January 24, 2025

পরীক্ষা না দিয়েও পাস করলেন ছাত্র°লীগ নেত্রী ঐশী!

আরও পড়ুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী একটি মিডটার্ম পরীক্ষা না দিয়েও পাস করেছেন। তাকে পাস করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিনের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তানজিউল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

সুরাইয়া ইয়াসমিন ঐশী ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক। গত ১৬ জুলাই শহীদ আবু সাঈদ হত্যার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ  তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর রাজ*নীতি করে না বিএনপি

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সদস্যসচিব ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিক। তদন্ত কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

জানা গেছে, গত ডিসেম্বর মাসে গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের ৫১০২ কোর্সের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণ না করলেও পাসের ফলাফল আসে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা।

ঐশীর সহপাঠীরা জানান, ওই কোর্সের পরীক্ষার দিন তাকে পরীক্ষা দিতে দেখিনি। তবে অন্য সময় বা অন্য কক্ষে পরীক্ষা দিয়েছে কি না বলতে পারছি না।

আরও পড়ুনঃ  ‘শিগগিরই বিএনপির নতুন কর্মসূচি আসছে’

অধ্যাপক ড. রুহুল আমীন বলেন, আমি পরীক্ষা জুলাই-আগস্টের আগেই নিয়েছি। মাস্টার্স প্রথম সেমিস্টারের সকল বিষয় আগেই শেষ করে ফেলছি আমরা। তখন সে পরীক্ষা দিয়েছিল।

কিন্তু ওই ব্যাচের সিআরের দেওয়া পরীক্ষার নোটিশ থেকে জানা গেছে, গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের ৫১০২ কোর্সের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২ ডিসেম্বর।

গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কমলেশ চন্দ্র রায় বলেন, আমি জুলাই অভ্যুত্থানের পরে ওই শিক্ষার্থীকে বিভাগে কখনও দেখিনি। তার পরীক্ষার বিষয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ