Tuesday, January 21, 2025

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইচ্ছুক পুতিন°

আরও পড়ুন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংঘাতপূর্ণ অঞ্চলে ‘স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার সমাধান বের করারও দাবি জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘আরবিসি ইউক্রেন’ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শপথগ্রহণের আগে টেলিভিশনে প্রচারিত এক বার্তায় নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানান পুতিন।

অভিনন্দন বার্তায় পুতিন বলেন, ইউক্রেন সংঘাত নিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক আমরা। এই পরিস্থিতির সমাধান প্রসঙ্গে বলতে চাই, কেবল একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি আমাদের লক্ষ্য হওয়া উচিত না। বরং সকল জনগণের বৈধ স্বার্থের প্রতি সম্মান রেখে স্থায়ী শান্তির রাস্তা করা উচিত।

আরও পড়ুনঃ  হামাসের সেই হামলা নিয়ে ‘পদত্যাগপত্রে’ যা লিখলেন ইসরাইলের গোয়েন্দাপ্রধান

নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সবচেয়ে বড় প্রতিশ্রুতির একটি ছিল ইউক্রেন যুদ্ধ নিয়ে। তিনি বলেছেন, নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে থামিয়ে দেবেন এই যুদ্ধ। ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ এড়াতে মস্কো ও কিয়েভের সঙ্গে আলোচনা বসার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ