Wednesday, April 16, 2025

বিজিবির প্রতিরোধে সীমা*ন্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের

আরও পড়ুন

বাংলাদেশে রাজিনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। অবৈধ অনুপ্রবেশের অজুহাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই দেশের সীমানায় বেড়া নির্মাণ শুরু করলে এই উত্তেজনার সূত্রপাত হয়।

তবে টানা কয়েক মাসের উত্তেজনা ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বাধায় অবশেষে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। শুক্রবার (১০ জানুয়ারি) বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মরকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে কাঁটা তারের বেড়া দেয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বাংলাদেশের বিজিবি এতে আপত্তি জানায়। তারপরও মঙ্গলবার পুনরায় বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওইদিন পতাকা বৈঠকের পর নির্মাণকাজ ফের বন্ধ করা হয়। এরপর এটি আর শুরু হয়নি।

আরও পড়ুনঃ  গায়ে ধাক্কা লাগার জেরে চিকিৎসককে মে..রে দাঁত ভে..ঙে দিলেন শিক্ষা*র্থীরা

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র এক কর্মকর্তা জানান, যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়। তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। এটি দ্রুত শুরু হবে। তবে কবে নাগাদ শুরু হতে পারে সে বিষয়ে কোনো কিছু জানাতে পরেননি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাঙ্কার তৈরি করা হয়েছে। যেখানে পাহাড়া দিচ্ছেন বিজিবির সদস্যরা। ওই সময় সেখানে সাধারণ মানুষকেও পাহাড়া দিতে দেখা যায়। তবে এখন বাংলাদেশ-ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছেন বিএসএফের ওই কর্মকর্তা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ