জুলাই আন্দোলনে শহীদ হওয়া জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মীর তালিকা প্রকাশ করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত তালিকায় ১২৭ নম্বরে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মূল ক্যাম্পাসের দশম শ্রেণীর শিক্ষার্থী মো. আদিলের তথ্য রয়েছে।
সেখানে ‘ছাত্র’ এবং পারিবারিকভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেওয়া হয়েছে এই শিক্ষার্থীর। অথচ আদিল ছাত্রশিবিরের কর্মী ও তারা বাবা আবুল কালাম জামায়াতের রাজনীতির সাথে জড়িত। ছাত্রদলের তালিকায় ছেলে আদিলকে অন্তর্ভুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবার।
জানা যায়, মো: আদিল রাজধানীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। গত ১৯ জুলাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক্সি গার্মেন্টসের সামনে পুলিশের গুলিতে মারা যান। তিনি ঢাকা মহানগর দক্ষিণের তা’মীরুল মিল্লাত থানা শাখা ছাত্রশিবিরের কর্মী ছিলেন। তার পরিবারও জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
শহীদ আদিলের পিতা আবুল কালাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার ছেলে মো. আদিল ছাত্রশিবিরের কর্মী ছিলেন। আমি নিজেই জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ৪৬ নং ওয়ার্ডের পূর্ব করাতিটোলা ইউনিটের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। অথচ কেন্দ্রীয় ছাত্রদলের প্রকাশিত শহীদদের তালিকায় আমার ছেলের নাম রয়েছে। এমনকি আমার পরিবারকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কথাও বলা হয় সেই তালিকায়। ছাত্রদলের তালিকায় আমার ছেলে ও আমার নাম থাকায় প্রতিবাদ জানিয়েছি।
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্রদলের তালিকায় ১২৭ নম্বরে উল্লেখিত শহীদ মো. আদিল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের (মিল্লাত ক্যাম্পাস থানা শাখা) কর্মী এবং তার পরিবারও বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। সে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ফতুল্লায় মারা যান এবং সেখানেই তাকে দাফন করা হয়।
তিনি আরও বলেন, জুলাই-গণঅভ্যুত্থানের শহীদরা কোন দলের বা কোন গোষ্ঠীর না। শহীদরা আমাদের সবার। শহীদদের নিয়ে যে নোংরা রাজনীতি শুরু হয়েছে তা বন্ধ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মো. আদিল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের কর্মী। জুলাই অভ্যুত্থানের শহীদেরকে কোন দলের জন্য নির্দিষ্ট করা মানে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করা। ছাত্রশিবির সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে শহীদের দেখানো স্বপ্নের দেশ গড়তে কাজ করে যাচ্ছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমাদের দুইটা এক্সপার্ট টিম তালিকা তৈরিতে কাজ করেছে। যাদের নাম তালিকায় আছে সবার পরিবারের সাথে কথা বলেই আমরা নাম সংযুক্ত করেছি। তারপরেও যে অসঙ্গতির আলোচনাগুলো আসছে সেগুলো আমাদের টিম খতিয়ে দেখছে।