Monday, December 23, 2024

কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার মানুষ নেই : পরীমণি

আরও পড়ুন

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তার রূপের গুণগান তো রয়েছে শুরু থেকেই। অভিনয়ের মুন্সিয়ানাতেও মুগ্ধ ভক্তরা। সামাজিক মাধ্যমে তার রেকর্ড সংখ্যক ফলোয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রেম, বিয়ে ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন।

সাক্ষাৎকারে পরীমণি বলেন, ‘মানুষ আমার প্রেমে পরে আমি পরি না। নায়কদের সঙ্গে প্রেম হয় না। একজনের সঙ্গে হয়েছিল, বাচ্চা হওয়ার পরে সব শেষ। এসব নিয়ে আমার অনুশোচনা হয় না।’

তিনি বলেন, ‘খুব সাধারণ জীবন যাপন করার চেষ্টা করি। আমার পাশে সেরকম কোনো মানুষ নেই যে কাঁধে হাত রেখে সান্ত্বনা দিবে যখন কান্না করি। আমার নিজে নিজে কান্না বন্ধ করতে হয়।’

আরও পড়ুনঃ  আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে, বন্ধুত্ব থাকবে : মাহি

জীবনকে অনেক সহজ করে দেখি উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘যদি বুঝতাম আমরা কী চায় তাহলে জীবনটা অনেক সাজানো গোছানা থাকতো কোনো ভুল থাকতো না।’

আমি মরে যায়নি পাগল হয়ে যাওয়ার কথা ছিল কারণ অনেক কিছু ঘটেছে আমার সঙ্গে তবে আলহামদুলিল্লাহ কোনো আফসোস নেই। আমি জীবনকে অনেক সহজ করে দেখি।’

পরীর কথায়, ‘দুঃখ হয় কান্না পাই আমিও তো মানুষ। যা মানুষের হয় আমারও তা হয় পরী বলে তো আসলে পরীদের মতো জীবন যাপনা না আমার মানুষের মতো জীবন যাপন করি। বাঁচতে ভালোবাসি আমার জীবনটাকে অনেক ভালোবাসি। যে জীবনকে ভালোবাসে তার তো এগিয়ে যেতে হবে।’

আরও পড়ুনঃ  টিফিন টাইমে মেয়েরা আমাকে দেখতে আসতো: জয়

‘আমি সবার সাথে কথা বলতে পারিনি আমার কথা বলার আলাদা জোন আছে। আমি দুই চার মিনিটে বুঝে যায় আসলে তার সাথে আমার এক ঘণ্টা কথা বলার জায়গাটা আছে না নেই। আমার যেখানে জমবে না আমি ওখানে থাকি না।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ