Tuesday, December 24, 2024

‘১৬ বছর জনগণের ওপর স্ট্রিম রোলার চালিয়েছে শেখ হাসিনা’

আরও পড়ুন

গত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনা জনগণের ওপর স্ট্রিম রোলার চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলটির আয়োজিত সমাবেশে বক্তব্য তিনি এই কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর জনগণের ওপর স্ট্রিম রোলার চালিয়েছে। দীর্ঘ সংগ্রাম শেষে আজকে আমরা মুক্ত হয়েছি। জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন।

১৬ বছরে শত শত মানুষ গুম নির্যাতন করেছেন। ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা ঢাকা শহরে হকারি করেছেন। আজকে ছাত্র জনতার আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠা করার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা তা হেলা-ফেলা করে নষ্ট করতে দিবো না। আপনারা জনগণ গণতন্ত্রকে পাহারা দিতে হবে। বুকের রক্ত দিয়ে হলেও আমরা এই গণতন্ত্রকে রক্ষা করতে হবে।

আরও পড়ুনঃ  প্রকাশ্যে ধূমপানে বাধা দেয়ায় কলেজ শিক্ষকের বাড়িতে হামলা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একজন নেত্রী তার নেতাকর্মীর জন্য বিদেশে জান নাই। তিনি বলেছেন, আমার বিদেশে কোনো বাড়ি নাই, বিদেশে কোনো প্রভু নাই। মরলে এই দেশে মরবো। বাঁচলে এই দেশে মরবো। আরেকজন তার নেতাকর্মীদের রেখে ভারতে চলে গিয়েছে। আবার বলেন, চট করে দেশে চলে আসবেন। এই দেশের মানুষ আপনার অন্যায় ও হত্যার বিচার করবে।

এই কয়েকদিন আওয়ামী লীগের কিছু চামচা গ্রেফতার করছে। জনগণ যেখানে পেয়েছে সেখানে গণপিটুনি দিয়েছে। আমাদের যখন জেলে গিয়েছি, বীরের মতে জেলে গিয়েছি। বীরের মত জেল থেকে মুক্তি পেয়েছি। কিন্তু এদের কেন আদালতে জুতা মারে, ডিম মারে।

আরও পড়ুনঃ  ‘মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ধসে পড়বে ঢাকার ৬০ শতাংশ ভবন’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, বাংলাদেশের বিএনপির নেতৃত্বে দীর্ঘ আন্দোলন ও ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে স্বৈরাচার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে। আমাদের বুজতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের মূল মেন্ডেন্ট বুজতে হবে। তা হলো দেশকে স্বৈরশাসকের জঞ্জাল পরিষ্কার করতে হবে। অতিপ্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। আ. লীগের সকল অন্যায়ের বিচার করতে হবে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক সরকার ফিরে না আসে।

আরও পড়ুনঃ  ডাকাতির দায়ে ঢাবি ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সাধারণ মানুষের উপস্থিতিতে প্রমাণ করে বিএনপি গণতন্ত্রের দল। বিএনপির ইতিহাস গণতন্ত্রের ইতিহাস, বিএনপির ইতিহাস ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ইতিহাস। আমরা আন্দোলনে ততক্ষণ থাকবো, যতক্ষণ জনগণ তার মালিকানা ফিরিয়ে না পাবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ