Monday, December 23, 2024

হোটেলে নারী সাংবাদিককে ‘ধর্ষণ’, আর্জেন্টিনায় ৪ ফুটবলার আটক

আরও পড়ুন

হোটেল রুমে এক নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগ উঠেছে আর্জেন্টিনার চার ফুটবলারের বিরুদ্ধে। অভিযুক্ত চার ফুটবলার দেশটির প্রিমিয়ার ডিভিশন ফুটবল ক্লাব “ভেলেজ সার্সফিল্ডের” হয়ে খেলেন।

সোমবার (১৮ মার্চ) তাদের চারজনকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এক ফুটবলার অভিযোগ অস্বীকারও করেছেন।

অভিযুক্ত চার ফুটবলার হলেন- উরুগুয়ের গোলকিপার সেবাস্টিয়ান সোসা। তার বয়স এখন ৩৭ বছর। প্যারাগুয়ের ২৭ বছরের মিডফিল্ডার হোসে ফ্লোরেনটিন। আর্জেন্টিনার ২৭ বছরের ডিফেন্ডার ব্রাইয়ান কুফরে এবং আর্জেন্টিনার ২১ বছরের স্ট্রাইকার আবিয়েল ওসোরিয়ো।

আরও পড়ুনঃ  ‘আমার পক্ষে পদ*ত্যাগ করা অ*সম্ভব’

পুলিশ জানিয়েছে, আপাতত তাদের ৪৮ ঘণ্টার জন্য আটক করা হয়েছে। এরপর তাদের আদালতে পেশ করা হবে। বিচারক সিদ্ধান্ত নেবেন, তাদের গ্রেপ্তার করা হবে কি না। গোটা ঘটনাটি নিয়ে সবপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ তদন্ত শুরু করেছে।

অভিযোগকারী ২৪ বছরের এক নারী সাংবাদিক। পুলিশকে তিনি জানিয়েছেন, ২ মার্চ উত্তর আর্জেন্টিনায় ভেলেজের সঙ্গে অ্যাটলেটিকো টুকুমেনের একটি খেলা ছিল। গোলশূন্য সেই খেলা শেষের পর সোসা তাকে নিজের ঘরে ডাকেন। সেখানে বাকি তিন ফুটবলারও অপেক্ষা করছিলেন বলে অভিযোগ। সেখানে তারা সকলে মিলে মদ্যপান করেন। সাংবাদিক পান করে সামান্য অপ্রকৃতিস্থ হয়ে খাটে শুয়ে পড়েন। তখন বাকিরা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ  রিজওয়ানকে সাড়ে ১৭ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

ভেলেজ ওই চার ফুটবলারকেই সাসপেন্ড করেছে। তবে গোলকিপার সোসা এই অভিযোগ অস্বীকার করেছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৮ মার্চ তিনি লিখেছেন, ‘যে কোনো মানুষের শরীর এবং যৌনতার অধিকারকে আমি শ্রদ্ধা করি। কখনোই কারো উপর বলপ্রয়োগ করিনি। আশা করি আমি নিরপেক্ষ বিচার পাব।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ