Monday, December 23, 2024

হালাল-হারাম নিয়ে একটু ভাবি, এটা খুব জরুরি: বর্ষা

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ট্রল কিংবা ব্যঙ্গ করা বর্তমানে খুব স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। কিছু ক্ষেত্রে সেই সমালোচনাগুলো যেমন ইতিবাচক, ঠিক তেমনি নেতিবাচকও। অতীতে এমন বহু ঘটনা সেই দিকগুলোরই ইঙ্গিত দেয়। তবে মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অংশতে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। এমন বিষয়গুলো নিয়ে ভক্তদের সঙ্গে কিছু কথা পোস্ট করে শেয়ার করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা।

নিজের পেজ থেকে পোস্ট করে বর্ষা লিখেছেন, সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উন্মুক্ত। কে কীভাবে ব্যবহার করবেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মাধ্যমকে, নেতিবাচক না ইতিবাচকভাবে ব্যবহার করা হবে, সেটি একটু ভেবে দেখা দরকার। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক ভালো কাজ করছেন। এর মাধ্যমেই ভালো কাজগুলো জানতে পারি, আবার নেতিবাচক খবরও খুব হচ্ছে। ছোট ও তুচ্ছ বিষয়গুলো খুব বড় ভাবে প্রচার করা হয়, যা কাম্য নয়।

আরও পড়ুনঃ  জায়েদ খানের সদস্যপদ বাতিল

তিনি আরও বলেন, এসব নেতিবাচক ছোট ও তুচ্ছ বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ে ভাবি, চিন্তা করি। সবচেয়ে জরুরি, হালাল হারাম (ন্যায়-অন্যায়) নিয়ে একটু ভাবি, এটা সব জায়গায় খুব, খুব দরকার।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ