Monday, December 23, 2024

সৌদি আরবে ঈদ বুধবার, আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গণনা

আরও পড়ুন

এবার বিদায়ের পথে পবিত্র রমজান মাস। বিশ্বের মুসলিমরা এখন প্রস্তুতি নিচ্ছেন পবিত্র ঈদুল ফিতরের। তবে ঈদ কবে হতে পারে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন জ্যোতির্বিদরা। এদিকে আগামীকাল মঙ্গলবার ঈদ হবে কিনা তা জানতে আজ স্থানীয় বাসিন্দাদের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখানের জন্য আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গণনা বলছে, সৌদি আরবসহ তার পার্শ্ববর্তী দেশগুলোতে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। চন্দ্রবর্ষ হিসেবে প্রতিটি মাসই ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। সেক্ষেত্রে এ বছর রোজা কতটি হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

আরও পড়ুনঃ  ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

সোমবার (৮ এপ্রিল) মধ্যপ্রাচ্যে ২৯টি রমজান হবে। আজ চাঁদ দেখা না গেলে রোজা ৩০টি পূর্ণ হবে। সৌদি আরবে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যায়। ১১ মার্চ থেকে শুরু হয় রোজা। গত বছর সৌদিতে রমজান মাস ২৯ দিনের হয়েছিল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ