Tuesday, December 24, 2024

সৌদিতে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

আরও পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। নিহতের নাম মোস্তাফিজুর রহমান (৪২)। শনিবার (২৯ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদ শহরে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তারাপাশা গ্রামে এবং তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল উদ্দিন মণ্ডল মোস্তাফিজের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহতের খালাতো ভাই মোখলেছুর রহমান জানান, মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। ১৩ মাস আগে কাজের সন্ধানে তিনি সৌদি আরবে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন। শনিবার সৌদি আরবের রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  মায়ের মরদেহের পাশ থেকে শিশু উদ্ধার, মিলছে না নাম-পরিচয়

মোস্তাফিজের স্ত্রী সুইটি আক্তার জানান, আমাদের একটু ভালো রাখার জন্য মোস্তাফিজুর সৌদি আরবে যান। তিনি এখন লাশ হয়ে ফিরবেন। তিন ছেলে নিয়ে আমি বিধবা হয়েছি।

সুইটি আক্তার বলেন, আমরা মরদেহ আনার জন্য সেখানে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ