টাকার বিনিময়ে সেবাপ্রার্থীদের আবেদনপত্রে বিশেষ ‘মার্কা’ বসিয়ে পাসপোর্ট করে দেওয়ার অভিযোগে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে দায়িত্বরত দুই আনসার সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মহের উদ্দিন শেখ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত আনসার সদস্যরা হলেন- দুলাল ফরাজি ও মো. হাসান আলী ওরফে পলাশ।
গত ২৭ ফেব্রুয়ারি জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে ‘বিশেষ ‘মার্কায়’ মেলে পাসপোর্ট, চুক্তিতে আবেদন জমা নেন আনসার সদস্য’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত করে। এরপরই টনক নড়ে সংশ্লিষ্টদের।
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মহের উদ্দিন শেখ জানান, ঢাকা পোস্টে প্রকাশিত সংবাদের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি আনসার সদস্যদের সরিয়ে নেওয়ার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা কমান্ড্যান্টকে লিখিতভাবে জানানো হয়। এর প্রেক্ষিতে আজ দুজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী ঢাকা পোস্টকে বলেন, পাসপোর্ট অফিসের চিঠি পাওয়ার পর নিয়মানুসারে আনসার সদস্যদের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তের জন্য আমাদের একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই রিপোর্ট আসার পর ব্যবস্থা নেওয়া হবে। পাসপোর্ট অফিসে দায়িত্বরত দুইজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।