Tuesday, December 24, 2024

সাগরে পড়া ত্রাণ তুলতে গিয়ে পানিতে ডুবে ১২ ফিলিস্তিনির মৃত্যু

আরও পড়ুন

গাজার উত্তরাঞ্চলে বিমান থেকে সাগরে পড়া ত্রাণসামগ্রী সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে অন্তত ১২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ছাড়া পদদলিত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। গত সোমবার বেইত লাহিয়ার এক সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

হামাস নিয়ন্ত্রিত গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘খাবারের প্যাকেট সংগ্রহ করতে সমুদ্রে নামতে গিয়ে ১২ জন ডুবে গেছে। মাটিতে পড়া অন্যান্য ত্রাণের প্যাকেজ সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।’

বিবৃতিতে বিমানের মাধ্যমে ত্রাণের প্যাকেজ ফেলাকে ‘আপত্তিকর, ভুল, অনুপযুক্ত ও অকেজো’ আখ্যা দিয়ে ‘অবিলম্বে তা বন্ধ করার’ আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা এক ভিডিওতে সৈকতে ত্রাণ ফেলার পর ফিলিস্তিনিদের উপকূলের দিকে মরিয়া হয়ে ছুটে আসতে দেখা গেছে।

আরও পড়ুনঃ  ফিলিস্তিনের পক্ষে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, গ্রেপ্তার ৯০০

এতে দেখা যায়, প্যারাসুটের সঙ্গে সংযুক্ত কয়েক ডজন ত্রাণ প্যাকেজ উপকূলের কাছে ভেসে আসছে। ইসরায়েলের দাবি, গত সোমবার তারা গাজার উত্তরাঞ্চলে এক টন ওজনের ১৫৯টি ত্রাণের প্যাকেজ পাঠানোর ব্যবস্থা করেছে। ইসরায়েলকে স্থলপথে গাজায় আরও ত্রাণ প্রবেশের অনুমতি দিতে চাপ দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র বলছে, গত সোমবার দুটি সি–১৭ বিমান গাজার উত্তরাঞ্চলে ৪৬ হাজার মানুষের জন্য প্রস্তুত খাবার (এমআরই) ফেলেছে। এদিকে যুক্তরাজ্য বলছে, তাদের একটি এ৪০০এম উড়োজাহাজে করে ১০টন পানি, চাল, রান্নার তেল, ময়দা, টিনজাত পণ্য ও বেবি ফর্মুলা ফেলা হয়েছে।

গাজার উত্তরাঞ্চলে বিমান থেকে সাগরে পড়া ত্রাণসামগ্রী সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে অন্তত ১২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ছাড়া পদদলিত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। গত সোমবার বেইত লাহিয়ার এক সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  আকাশে উড়ল তুরস্কের নিজেদের তৈরি ৫ম প্রজন্মের স্টিলথ ফাইটার

হামাস নিয়ন্ত্রিত গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘খাবারের প্যাকেট সংগ্রহ করতে সমুদ্রে নামতে গিয়ে ১২ জন ডুবে গেছে। মাটিতে পড়া অন্যান্য ত্রাণের প্যাকেজ সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।’

বিবৃতিতে বিমানের মাধ্যমে ত্রাণের প্যাকেজ ফেলাকে ‘আপত্তিকর, ভুল, অনুপযুক্ত ও অকেজো’ আখ্যা দিয়ে ‘অবিলম্বে তা বন্ধ করার’ আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা এক ভিডিওতে সৈকতে ত্রাণ ফেলার পর ফিলিস্তিনিদের উপকূলের দিকে মরিয়া হয়ে ছুটে আসতে দেখা গেছে।

আরও পড়ুনঃ  অবস্থান বদল ইসরায়েলের, যুদ্ধবিরতির পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা

এতে দেখা যায়, প্যারাসুটের সঙ্গে সংযুক্ত কয়েক ডজন ত্রাণ প্যাকেজ উপকূলের কাছে ভেসে আসছে। ইসরায়েলের দাবি, গত সোমবার তারা গাজার উত্তরাঞ্চলে এক টন ওজনের ১৫৯টি ত্রাণের প্যাকেজ পাঠানোর ব্যবস্থা করেছে। ইসরায়েলকে স্থলপথে গাজায় আরও ত্রাণ প্রবেশের অনুমতি দিতে চাপ দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র বলছে, গত সোমবার দুটি সি–১৭ বিমান গাজার উত্তরাঞ্চলে ৪৬ হাজার মানুষের জন্য প্রস্তুত খাবার (এমআরই) ফেলেছে। এদিকে যুক্তরাজ্য বলছে, তাদের একটি এ৪০০এম উড়োজাহাজে করে ১০টন পানি, চাল, রান্নার তেল, ময়দা, টিনজাত পণ্য ও বেবি ফর্মুলা ফেলা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ