ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া ৮৬ জন তরুণ-তরুণীকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। দেশটির মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে। গত জুলাইয়ে দেশটিতে অনুষ্ঠিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আন্দোলনে নামের এসব তরুণ-তরুণীরা। খবর রয়টার্স
২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরোকে গত ২৮ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কাউন্সিল এবং শীর্ষ আদালত।
কিন্তু এতে ভোটের সংখ্যা প্রকাশ করা হয়নি। অন্যদিকে ওই নির্বাচনে থাকা বিরোধী নেতা এন্ডমুন্ড গঞ্জালেজ নিজেকে বিপুল ভোটে জয়ী দাবি করেন।
এ ঘটনার পরই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামের বিক্ষোভকারীরা। এতে ২৭ জন নিহত হয় এবং গ্রেপ্তার হন ২ হাজার ৪০০ জন। এই মৃত্যুর জন্য ভেনেজুলেয়া সরকার বিরোধী দলকে দায়ী করেছে।
ভেনেজুয়েলার বেসরকারি মানবাধিকার সংস্থা ফরো পেনালের সভাপতি আলফ্রেডো রোমেরো রোববার (০১ সেপ্টেম্বর) এক্স পোস্টে বলেন, বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া ৮৬ জন কিশোর-কিশোরী সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছে।
এদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভেনেজুয়েলা কর্তৃপক্ষ।