Monday, December 23, 2024

সম্প্রসারিত মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন যারা

আরও পড়ুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকারের দেড় মাস অতিক্রম হতে না হতেই বর্তমান মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে। যুক্ত হচ্ছেন আরও সাতজন। শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যায় তাদের শপথ অনুষ্ঠান হবে।

সম্প্রসারিত মন্ত্রিসভায় নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ, চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রোকেয়া সুলতানা, বেগম শামসুন নাহার, বেগম ওয়াসিকা আয়শা আয়শা খান ও নাহিদ ইজহার খান যুক্ত হচ্ছেন।

আরও পড়ুনঃ  কর্ণফুলীতে পুড়ে ছাই ১৮ পরিবারের বসতঘর

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা। বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণমন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন।

২৮ ফেব্রুয়ারি বিকেলে সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের সদস্যদের দুই দফায় (৪৮ ও ২ জন) শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকে মন্ত্রিসভার আকার বাড়ানোর বিষয়টি নেতাকর্মীদের মুখে মুখে আলোচিত হতে থাকে।

আরও পড়ুনঃ  পর্যাপ্ত নিরাপত্তা ছিল না ‘এমভি আবদুল্লাহ’ জাহাজে

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৪টি, জাতীয় পার্টি ১১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয় পেয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ