Tuesday, December 24, 2024

সচিবালয়ে আনসার-শিক্ষার্থী সংঘর্ষ, ঘটনাস্থলে সেনাবাহিনী

আরও পড়ুন

আনসার সদস্যদের আন্দোলনের কারণে অবরুদ্ধ হয়ে আছেন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়করা রয়েছেন। তারা বের হতে পারছেন না।

এমন পরিস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধারে সচিবালয়ে গেছেন শিক্ষার্থীরা। রোববার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিট থেকে সেখানে আনসার এবং শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে।

আরও পড়ুনঃ  মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, দাবির সত্যতা নিয়ে যা জানা গেল

৯ টা ৪৪ মিনিটে সচিবালয়ের গেটের সামনে যেখানে আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন সেখান থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলির শব্দ শোনা গেছে। এঘটনায় অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর সদস্যরা। তারা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। এক পর্যায়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে আনসারদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেনা সদস্যরা।

এর আগে আনসার সদস্যরা সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে দুপুর ১২টা থেকে তারা সচিবালয়ে ঢুকে সকলকে অবরুদ্ধ করে রাখের। এতে করে সবগুলো গেট বন্ধ হয়ে যায়। বিকেল ৫টায় অফিস ছুটি হলেও কর্মকর্তা-কর্মচারীরা বের হতে পারছেন না।

আরও পড়ুনঃ  ‘প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ আছে তোকে মেরে ফেলার’

সচিবালয়ে অবরুদ্ধের ঘটনা নিয়ে রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে পোস্ট দিলে শিক্ষার্থীরা টিএসসি অভিমুখে রওয়ানা হন। শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে লাঠিসোঁটা নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন। ছোট-বড় দল হয়ে বিভিন্ন স্লোগানও দেন তারা। এরপর তারা সচিবালয়ে যান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ