Tuesday, December 24, 2024

‘শেখ হাসিনা আবার আসবে’ আদালতে সোলায়মান সেলিম

আরও পড়ুন

আদালতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে হাজি সেলিমের বড় ছেলে মো. সোলায়মান সেলিম বলেছেন, ‘শেখ হাসিনা আবার আসবে’।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে চকবাজার মডেল থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে সোলায়মান সেলিমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলে পুলিশ। আদালতে তোলার সয়ম তিনি সজোরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এসময় উপস্থিত অনেকেই তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন।

তবে আদালতে মূল নথি না থাকায় রিমান্ড শুনানি পরে অনুষ্ঠিত হবে মর্মে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত। পরে আদালত থেকে নামার সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে সোলায়মান বলেন, ‘শেখ হাসিনা আবার আসবে’।

আরও পড়ুনঃ  কাফনের কাপড় পরে কোটা বাতিলের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট চানখাঁরপুল মোড়ে ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলনে হোসেনী দালান এলাকার কাজল প্লাস্টিক কারখানায় কর্মরত মো. রাকিব হাওলাদার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এলোপাথাড়ি গুলিতে পেটে গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর রাকিববের বাবা মো. জাহাঙ্গীর হোসেন চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  ‘ছাত্রলীগ পাইছি, ছাত্রলীগ পাইছি’ বলেই হেদায়েতুলকে গণপিটুনি

মামলার প্রেক্ষিতে বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।

সোলায়মান সেলিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হন। তার পিতা সাবেক সংসদ সদস্য হাজি সেলিমও বর্তমানে কারাগারে আছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ