লালমনিরহাটের কালীগঞ্জে কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে ফিরোজ হোসেন জিহাদ বাবু (৫২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কালভৈরব এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ফিরোজ হাসান হাতীবান্ধা উপজেলার মধ্য কাদমা গ্রামের বাসিন্দা ও ভেলাগুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
জানা গেছে, শুক্রবার সকালে রংপুরে বোনের বাড়িতে যান ফিরোজ হাসান। সেখান থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে কালীগঞ্জে কালভৈরব বাজার পার হয়ে গোডাউন এলাকা পৌঁছালে অসাবধানতাবসত কালভার্টে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি।
পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভেলাগুড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য আশরাকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় জিহাদ বাবুর মৃত্যুর খবর শুনেছি। এভাবে চলে যাবে ভাবতে পারিনি। তিনি অনেক ভালো মানুষ ছিলেন