Monday, December 23, 2024

রোজা একদিন আগে পরে হলেও সৌদি-পাকিস্তানে ঈদ হতে পারে একসঙ্গে

আরও পড়ুন

পাকিস্তানে ঈদ হতে পারে কাল
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে এবার রমজান মাসটি ৩০ দিনের হয়েছে। চাঁদ না উঠায় সৌদির মুসল্লিরা কাল বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত ১১ মার্চ। অপরদিকে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে সিয়াম-সাধনার মাস রমজান শুরু হয়েছিল ১২ মার্চ।

তবে রমজান মাস একদিন আগে-পরে শুরু হলেও সৌদি ও পাকিস্তানে একইদিনে ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ইসরাইলে ইরানের হামলা: যা বললো জার্মানি

পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল গতকাল সোমবার জানায়, আজ মঙ্গলবার দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে এবং ১০ এপ্রিল ঈদুল ফিতর পালিত হবে।

গবেষণা কাউন্সিলের সদস্য খালিদ ইজাজ পাক সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নতুন চাঁদের জন্ম হবে সোমবার রাত ১১ টা ২১ মিনিট। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদটির বয়স হবে ১৯ ঘণ্টা ১৪ মিনিট। যার অর্থ আজ মঙ্গলবার পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের পশ্চিম আকাশে সন্ধ্যায় দেখা যাবে এই চাঁদ। সন্ধ্যার পর চাঁদটি আকাশে ৩৬ মিনিট পর্যন্ত থাকবে।

আরও পড়ুনঃ  সঠিক পরিকল্পনা ছাড়া গাজা যুদ্ধে জিততে পারবে না ইসরায়েল: ব্লিঙ্কেন

অর্থাৎ অনেকটা নিশ্চিত করেই পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি বলছে বুধবারই দেশটিতে ঈদ হবে। যা বোঝাচ্ছে পাকিস্তান ও সৌদিতে একই দিনে ঈদ হবে। যদিও দেশ দুটিতে রমজান মাস একদিন আগে ও একদিন পরে শুরু হয়েছিল।

পাকিস্তানের মতো বাংলাদেশেও রমজান শুরু হয়েছিল ১২ মার্চ। তবে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবার বাংলাদেশে রোজা ৩০টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমনটি হয়েছে সৌদি আরবে।

এখন দেখার বিষয় হলো পাকিস্তান ও বাংলাদেশ একই দিনে রমজান শুরু হলেও বাংলাদেশের মুসল্লিরা রোজা একটি বেশি রাখার সুযোগ পান কি না।

আরও পড়ুনঃ  ইসরাইলি অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা: ইরান

আজ সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার জন্য বসবে। এরপর সরকারিভাবে জানানো হবে কবে উদযাপিত হবে মহাখুশির ঈদ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ